
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভোটের প্রতীক তালিকা থেকে শাপলা বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে আসে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। এতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অংশ নেন।
এর আগে, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের অংশ হিসেবে প্রতীকের তফসিলে শাপলা বাদ দিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সংশোধিত তালিকাটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
নিবন্ধনের জন্য এনসিপি ২২ জুন নির্বাচন কমিশনে আবেদন করে এবং প্রতীক হিসেবে শাপলা, মোবাইল ও কলমের মধ্যে একটির অনুরোধ জানায়। একই শাপলা প্রতীক চেয়ে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল আবেদন করে। দু’দলই ইসির সঙ্গে এ নিয়ে একাধিকবার বৈঠক করেছে।