ইউকে রবিবার, ১৩ জুলাই ২০২৫
হেডলাইন

সরকারবিরোধী রূপ নিয়েছিল এনবিআরের আন্দোলন: জ্বালানি উপদেষ্টা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :প্রথমে নিরপেক্ষভাবে শুরু হলেও পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলন সরকারবিরোধী রূপ নিয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ের জ্বালানি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা দেখেছি একটি নিরীহ আন্দোলন শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপ নিয়েছে। এমনকি হোয়াটসঅ্যাপে তারা সরকারবিরোধী বার্তা আদান-প্রদান করেছে, যেটি গণমাধ্যমেও এসেছে।”

তিনি আরও বলেন, “এই আন্দোলনের পেছনে অর্থনৈতিক ক্ষতির উদ্দেশ্য ছিল বলেও আমরা মনে করি। অনেক ব্যবসায়ী আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন—এতদিন কেন এই আন্দোলন চলতে দেওয়া হলো? আমরা গণতান্ত্রিক চর্চাকে সম্মান করি বলেই প্রথমদিকে কঠোর হয়নি সরকার।”

উল্লেখ্য, উপদেষ্টা এদিন ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদের কার্যক্রম সম্পর্কেও গণমাধ্যমকে অবহিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ