ইউকে শনিবার, ১২ জুলাই ২০২৫
হেডলাইন

সেনা-পুলিশ বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে: সেনা সদরের চিঠি নিয়ে আইএসপিআর

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পুলিশের হাতে সেনা সদস্যদের ‘হেনস্তা সংক্রান্ত’ একটি প্রশাসনিক চিঠির অপব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একই সঙ্গে আইএসপিআর জানিয়েছে, চিঠির কার্যক্রম সেনা সদর কর্তৃক ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, “সম্প্রতি সেনা সদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিটিতে সেনা সদস্যদের পুলিশের সঙ্গে সংঘটিত ঘটনাগুলোতে হেনস্তার অভিযোগের একটি তালিকা আহ্বানের কথা ছিল।”

আইএসপিআর ব্যাখ্যায় জানানো হয়, এই চিঠি ছিল ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডির পর গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তথ্য চাহিদার প্রেক্ষিতে প্রেরিত। তবে “ভুল ব্যাখ্যা ও অপ্রত্যাশিত প্রতিক্রিয়া” এড়াতে সেনা সদর তাৎক্ষণিকভাবে চিঠির কার্যক্রম বাতিল করে।

সংস্থাটি দাবি করেছে, “একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাস্থা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।” আইএসপিআর সবাইকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী ও পুলিশ দেশের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বহুদিন ধরেই পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদারিত্বের ভিত্তিতে একযোগে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ