ইউকে শনিবার, ১২ জুলাই ২০২৫
হেডলাইন

সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে প্রেসসচিবের স্বাগত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (১২ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তার বিরুদ্ধে জালিয়াতি, জাল সনদ ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত চলছে। ডব্লিউএইচওর এই সিদ্ধান্ত জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।”

তিনি আরও লেখেন, “আমরা বিশ্বাস করি, এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যেখানে তাকে পদচ্যুত করা হবে, সব সুবিধা বাতিল করা হবে এবং এই মর্যাদাপূর্ণ পদে সততা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা হবে।”

উল্লেখ্য, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে ডব্লিউএইচও শুক্রবার (১১ জুলাই) থেকে সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ