ইউকে শনিবার, ১২ জুলাই ২০২৫
হেডলাইন

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নড়াইলে বিক্ষোভ মিছিল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে পাথর মেরে হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। নড়াইলে সর্বস্তরের ছাত্র-যুব জনতার আয়োজনে

শনিবার বিকাল সাড়ে ৫টায় শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিন করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা ডা: নাসির উদ্দিন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুফতি ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাফায়েত উল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সাজ্জাদ হুসাইন, গনঅধিকারের নেতা
সেলিমুজ্জামান সেলিম প্রমূখ।

বক্তরা অবিলম্বে রাজধানীর মিটফোর্ডের সামনে হত্যার শিকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের (৩৬) প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবি জানান। এসময় বিভিন্ন শ্রনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ