ইউকে শনিবার, ১২ জুলাই ২০২৫
হেডলাইন

সরকার কেন নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে।

শনিবার (১২ জুলাই) গুলশান-২-এর হোটেল লেকশোরে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে তারেক রহমান এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি আজ নয়, নয় মাস আগেই বলেছিলাম—অদৃশ্য শত্রুরা আছে। এখন তারা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারা গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অধিকারবিরোধী অবস্থান নিয়েছে।”

মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে তারেক বলেন, “সরকার কেন সেই ব্যক্তিকে এখনও গ্রেফতার করেনি? আমরা কি ধরে নেব, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে এই মব তৈরি হচ্ছে?”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার বলেছি—অন্যায় যেই করুক তাকে যেন প্রশ্রয় না দেওয়া হয়। সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে তারা কেন বারবার ব্যর্থ হচ্ছে?”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ