ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

নির্বাচনী ব্যয় ৪০ লাখ করার দাবি ববি হাজ্জাজের

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করার দাবি জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। সোমবার (৭ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আগামী ৬০ দিনের মধ্যে সীমানা নির্ধারণ, ব্যয়সীমা ৪০ লাখে উন্নীত করা, পিভিসি পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিবন্ধন স্থগিত থাকা দলের নেতাদের ভোটে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছি।”

ব্যয়ের সীমা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “২৫ লাখ টাকা যখন নির্ধারণ করা হয়েছিল, তখনকার বাজারদর আর এখনকার এক নয়। সবকিছুর দাম বেড়েছে। পোস্টারও তোলা হচ্ছে, অথচ বিকল্প প্রচারের মাধ্যম যেমন বিলবোর্ড ভাড়া করতেও অনেক খরচ হয়। তাই ৪০ লাখ টাকার কথা বলেছি।”

নিবন্ধন স্থগিত থাকা দল সম্পর্কে তিনি বলেন, “যে দলের নিবন্ধন স্থগিত আছে, সেসব দলের নেতারা যেন নাম গোপন করে নির্বাচনে অংশ নিতে না পারে—এ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। এমনকি আওয়ামী লীগের মতো যে দল বর্তমানে নিষিদ্ধ (তার ভাষায়), তাদের কেন্দ্র, জেলা বা উপজেলা কমিটিতে যারা ছিলেন, তারাও যেন নির্বাচন করতে না পারেন।”

ভোটের পরিবেশ বিষয়ে ববি হাজ্জাজ বলেন, “ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে ইসি যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার ভিত্তিতে তারিখ জানানো উচিত। তবে সিইসি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। নির্বাচন কমিশন জুনের মধ্যে ভোটের প্রস্তুতি নিচ্ছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সুনির্দিষ্ট সময় না জানানোয় সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হচ্ছে। সিইসি যদি তা স্পষ্ট করেন, জনগণ সঠিকভাবে প্রস্তুত হতে পারবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ