
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাসির মোল্যা (৪৫) নামের এক জাহাজ মাস্টারের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির মোল্যা আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের বাসিন্দা ও খুলনার একটি অভ্যন্তরীণ নৌপরিবহন জাহাজের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে বাড়িতে অবস্থানকালে তিনি নিজ মালিকানাধীন জমিতে দোকান নির্মাণ করাচ্ছিলেন। নির্মাণাধীন দোকানে ফ্লোর ও দেয়ালে পানি দিতে গিয়ে তিনি বিদ্যুতের খোলা তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা হক টুম্পা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমীন বলেন, নিহতের বাড়ি আলফাডাঙ্গায় হওয়ায় সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং দুই থানার পুলিশ সমন্বয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি শাহাজালাল আলম বলেন, “ঘটনাস্থল বোয়ালমারীতে হওয়ায় সেখানকার থানা আইনগত ব্যবস্থা নেবে, তবে আমরা সব ধরনের সহযোগিতা করছি।