ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির যাত্রা শুরু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)। এই দলটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার, স্বাধীনতা, মর্যাদা ও সমতার নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে।

এসডিপির দাবি, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক একচেটিয়া কর্তৃত্বের বিরুদ্ধে একটি কার্যকর ও গঠনমূলক বিকল্প হিসেবেই তারা আত্মপ্রকাশ করেছে। দলটির মতে, সত্যিকারের গণতন্ত্র, ন্যায়ভিত্তিক সমাজ ও অর্থনৈতিক সুবিচার ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়।

দলের ঘোষিত রাজনৈতিক কর্মসূচিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে:

ব্যক্তিগত স্বাধীনতা ও সম্পত্তির অধিকার: মত প্রকাশ, ধর্মাচরণ, সম্পত্তি ও গোপনীয়তার পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হবে।

ভূমি সংস্কার ও কৃষকের অধিকার: খাসজমি গরিব ও ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণ করে কৃষি পুনর্গঠন করা হবে।

বিচারব্যবস্থার সংস্কার: রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বাধীন তদন্ত সংস্থা গঠন করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা: প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের দায়িত্ব ও মাধ্যমিক স্তর পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হবে; সরকারি হাসপাতালগুলোকে সিন্ডিকেটমুক্ত করে সবার জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা: রাষ্ট্র কোনো ধর্ম, ভাষা বা জাতিসত্তার প্রতি পক্ষপাত দেখাবে না; ধর্মনিরপেক্ষতা ও সমতা হবে শাসনের ভিত্তি।

গণতান্ত্রিক কাঠামো: ক্ষমতাসীন দল সরকার পরিচালনা করবে, বিচার বিভাগ থাকবে বিরোধী দলের তত্ত্বাবধানে, এবং সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, যেখানে শ্রমিক ও মালিকের সমান অংশগ্রহণ থাকবে।

অর্থনৈতিক ন্যায় ও ব্যবসায়িক স্বাধীনতা: ঘরোয়া বাজার সম্প্রসারণ, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ এবং রাষ্ট্রায়ত্ত শিল্প শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে।

পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন: পরিবেশবান্ধব শিল্পনীতি গ্রহণ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।

এসডিপির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের মানুষ একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই তারা প্রস্তুত। দলটি নিজেদের “জনগণের দল” হিসেবে তুলে ধরে সকল নাগরিককে নিয়ে একটি ন্যায্য ও সমতার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ