ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে: নাহিদ ইসলাম

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করে, তাহলে অভ্যুত্থান-পরবর্তী আন্দোলনের অন্যান্য অংশীজনদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোমবার (৭ জুলাই) সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে যাত্রাকালে পর্যটন মোটেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা আশাবাদী যে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষ ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করবে। কেন দেরি হচ্ছে, তা সরকারকেই স্পষ্ট করতে হবে।”

তিনি আরও বলেন, “রাজশাহীতে আমরা এনসিপির শক্তিশালী গণভিত্তি পেয়েছি। দেশের পুনর্গঠনে এখনই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

এ সময় অনুষ্ঠিত পথসভায় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন কেন্দ্রীয় নেতৃত্বের সামনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ