
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে (বিসিসিটি) একটি দক্ষ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক পরিকল্পনা তৈরি করা হবে।
সোমবার মহাখালীর বিসিসিটি কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, আইন ও নির্দেশিকা হালনাগাদ, নিজস্ব ভবন নির্মাণ, রিয়েল টাইম মনিটরিং, পেটেন্ট অধিকার সংরক্ষণ এবং জনবলের দক্ষতা বৃদ্ধির মতো উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ, বিসিসিটি ব্যবস্থাপনা পরিচালক গাজী মো: ওয়ালি উল হক ও অন্যান্য কর্মকর্তা।