ইউকে শুক্রবার, ৪ জুলাই ২০২৫
হেডলাইন

মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে চিহ্নিত ভুল সংশোধন ও পরিমার্জনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৩ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে থাকা ত্রুটি সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষকরা নির্ধারিত ছক অনুযায়ী ভুল চিহ্নিত করে তা সংশোধনের প্রস্তাব জমা দেবেন।

এ জন্য আগামী ৭ জুলাইয়ের মধ্যে প্রস্তাবনাগুলো হার্ড কপির পাশাপাশি সফট কপি (NikoshBan ফন্ট, সাইজ ১২) আকারে govt.sec2@moedu.gov.bd ঠিকানায় ইমেইল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই প্রক্রিয়ায় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের সক্রিয় ভূমিকা রাখতে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ