ইউকে শুক্রবার, ৪ জুলাই ২০২৫
হেডলাইন

আজম খানের অভিনয় জীবনের এক দশক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আজম খান। এর পাশাপাশি পেশায় তিনি একজন ব্যাংকার। শখের বশে অভিনয় জগতে পা রাখা এই অভিনেতা চলতি মাসেই শোবিজ অঙ্গণে এক দশক পূর্ণ করতে চলেছেন। এক দশকের অভিনয় জীবনে বিজ্ঞাপন, চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক এবং সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি।

২০১৫ সালে ‘দ্য হিরো’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান এই অভিনেতা। তারপর থেকেই শোবিজে ব্যস্ত সময় পার করছেন তিনি। ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও আজম খান সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন বাবার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলে।

ভিনয় জীবনের এক দশক পূরণ উপলক্ষে এবার নিজের বন্ধু, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং গুণীজনদের নিয়ে একটি পুনর্মিলনীর আয়োজন করেছেন আজম খান। এটি আগামীকাল শনিবার (৫ জুলাই) রাজধানীর বাংলামটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত হবে।

এ প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এই অভিনেতা বলেন, ‘দেখতে দেখতে আমার অভিনয় জীবনের ১০ বছর পার হয়ে গেল। আনন্দ, ভালো লাগা আর ভালোবাসায় কেটে গেছে এই সময়টা আপনাদের সবার সাথে। সময় কতো দ্রুত চলে যায়, তাই না!’

এই অভিনেতার কাজ করা উল্লেখযোগ্য কিছু নাটক হলো ‘বংশ পরিচয়’, ‘ঘর জামাই আবশ্যক’, ‘গিফটেড’, ‘এসো হাত বাড়াও’, ‘মিথ্যা বলা বারন’, ‘পথে হলো পরিচয়’, ‘পোট্রেট’, ‘প্রেমিক হাজির’, ‘আই হেট ইউ’, ‘ভাড়ায় চালিত’ প্রভৃতি। এছাড়া তিনি একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ