
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :তাসনুভা তিশা বর্তমানে ভিন্ন ঘরানার গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে মনোযোগী হয়েছেন। গত ২৬ জুন ইউটিউবে প্রকাশ পায় আদিফ হাসান পরিচালিত নাটক ‘ডাকাতিয়া’। এতে জাহের আলভীর সঙ্গে অভিনয় করেছেন তিশা।
‘ডাকাতিয়া’র সাফল্যের পর এবার সম্রাট জাহাঙ্গীর পরিচালিত নতুন নাটক ‘লিডার’-এ অভিনয় করছেন তিশা। ইউটিউবে প্রকাশিত হয়েছে নাটকটির ট্রেইলার। এ নিয়ে তিশা বলেন, ‘ডাকাতিয়ায় যখন শুটিং করি, তখন আমি অনেক অসুস্থ। কিন্তু যেহেতু আমি শুটিং করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম তখন আর ফেরার চিন্তাও করিনি। অসুস্থ অবস্থাতেই অনেক কষ্ট করে ডাকাতিয়ার চরিত্রটিতে ঠিকঠাক মতো অভিনয় করার চেষ্টা করি। যার ফল আমি পাচ্ছি। খুউব ভালো সাড়া পাচ্ছি। ডাকাতিয়ায় যেমন একটা ফিল্মি মুড আছে ঠিক তেমনি লিডারেও আছে। লিডারের গল্পটাও এক কথায় দারুণ। এই নাটকটি নিয়েও আমি আশাবাদী।’
তিনি জানান, ‘ডাকাতিয়ায় জাহের আলভী সহযোগিতা করেছে, লিডারে সহযোগিতা করেছে মারী রাব্বি। ধন্যবাদ আমার দুই নাটকের পরিচালক আদিফ হাসান ও সম্রাট জাহাঙ্গীর।’
এদিকে তাসনুভা তিশা পূবাইলে ‘মন দরিয়া’ নাটকের কাজ শুরু করেছেন। আগামী ৮ ও ৯ জুলাই চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নাটকে অভিনয় করবেন। এছাড়া সম্প্রতি বিটিভিতে প্রচারিত হয়েছে তাসনুভা তিশা ও সোহেল মণ্ডল অভিনীত নাটক ‘দরজার ওপাশে’।