
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :‘দেখলে তোমায় হইগো পাগল’ শিরোনামের একটি নতুন মৌলিক গান প্রকাশিত হয়েছে সালমার কণ্ঠে। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এইচএম ফারদিন খান। গানটি লিখেছেন সুহেল খান, সুর করেছেন ফারদিন খান এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ইউটিউবে প্রকাশের পর গানটি নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে সালমার ও রাজুর কণ্ঠে ‘মায়া লাগেরে’ শিরোনামের আরেকটি মৌলিক গান প্রকাশিত হয়। গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর করেছেন রাজু। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সুমাইয়া রিমু ও জোবায়ের অনি। গান দুটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।
সালমা বলেন, ‘দেখলে তোমায় হইগো পাগল ও মায়া লাগেরে গান দুটিই সুন্দর। দুটি গানেরই কথা ও সুর আমার ভালোলাগার। সত্যি বলতে কী আমি নিয়মিত গান করতে চাই। তবে মাঝে মাঝে অনেক ভালো কিছু গান করে ফেলি যা নিয়ে প্রত্যাশা একটু বেশিই থাকে। এই দুটো গান তেমনই গান। ধন্যবাদ এই দুটি গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে।’
তিনি আরও বলেন, ‘মায়া লাগে বা মায়া লাগেরে শিরোনামের আরো দুটি গান আগেও গেয়েছি। আমার মনে হয় গানের শিরোনাম ঠিক করার আগে যারা নাম নির্ধারণ করছেন, তাদের ইউটিউবে অন্তত চেক করা প্রয়োজন। কারণ একই নামে গান শ্রোতাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে।’
এছাড়া সালমা স্টেজ ও টিভি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত ঈদে তিনি কয়েকটি টিভি চ্যানেলের সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সুপ্রিম কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন বলেও জানিয়েছেন তিনি।