ইউকে শুক্রবার, ৪ জুলাই ২০২৫
হেডলাইন

কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পরিবারে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বাঙ্গরা থানার আওতাধীন আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (২৭)।
স্থানীয়রা জানান, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ এলাকায় ডাকাতি এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজ সকালে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে গণপিটুনি দিলে তিনজন নিহত হয়। একজন গুরুতর আহত হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের অভিযোগ, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। প্রাথমিকভাবে জানা গেছে, উত্তেজিত জনতা তাদের পিটিয়ে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ