ইউকে শুক্রবার, ৪ জুলাই ২০২৫
হেডলাইন

এক দল একাই জুলাই সনদ দিলে তা হবে দলীয় : পার্থ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :একটি রাজনৈতিক দল যদি একাই জুলাই সনদ ঘোষণা করে, তবে তা সার্বজনীন না হয়ে দলীয় সনদ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আন্দালিভ পার্থ বলেন, “জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। এটি সবাই একমত হলে দেওয়া যেতে পারে। কিন্তু কোন একটি দল একাই ঘোষণা করলে সেটা সার্বজনীনতা হারাবে।”

নির্বাচনী পদ্ধতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য একটি স্বস্তির জায়গা তৈরি হয়েছে। এই সময়ে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন প্রাকটিক্যাল নয়। এমন প্রস্তাব দিয়ে কেউ নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে কি না, তা ভেবে দেখা দরকার।”

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য গঠনের ক্ষেত্রে সব দলের সমান অংশগ্রহণ ও সম্মতির ভিত্তিতেই যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যেন তা জাতীয়ভাবে গ্রহণযোগ্য হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ