
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জুভেন্টাসকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার রাতে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন গঞ্জালো গার্সিয়া।
প্রথমার্ধে দু’দলই বলের নিয়ন্ত্রণে সমানতালে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তাদের নেওয়া ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে, অন্যদিকে জুভেন্টাসের মাত্র ছয়টি শটের কোনোটিই ছিল না সরাসরি লক্ষ্যে। ফলে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গার্সিয়ার দুর্দান্ত হেডে ডেডলক ভাঙে রিয়াল।
এই ম্যাচ দিয়েই চলতি আসরে প্রথমবার মাঠে নামেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি আগের ম্যাচগুলোতে জ্বরের কারণে অনুপস্থিত ছিলেন। তার উপস্থিতি দলে বাড়তি গতি আনলেও গোলের দেখা পাননি।
শেষ মুহূর্তে রিয়ালের বক্সে মুয়ানিকে ফাউল করা হয়েছে দাবি করে পেনাল্টির আবেদন করে জুভেন্টাস, তবে রেফারি তা প্রত্যাখ্যান করেন। ফলে হারের হতাশা নিয়েই বিদায় নিতে হয় ইতালিয়ান ক্লাবটিকে।
অন্যদিকে, আরেক ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্টেরেকে ২–১ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ফলে সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ হবে জার্মান জায়ান্টরা।