
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফররুখ আহমেদ রেহান নাটকে অভিনয় শুরু করেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘যুগল’ নাটকের মাধ্যমে। এরপর তিনি আরও কয়েকটি নাটকে কাজ করেন।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’-এ প্রকাশিত হয়েছে ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ নাটক, যেখানে রাফাত মজুমদার রিংক পরিচালনায় রেহান ‘রেহান’ চরিত্রে অভিনয় করেন। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা। এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার ও তানজিন তিশা।
রেহান বলেন, ‘২০২৩ সালের শেষদিকে নাটকে যাত্রা শুরু করি। এরপর বেশ কিছু নাটকে কাজ করেছি। অভিনয়ে আরও সময় দিতে চাই।’
তিনি জানান, তারেক রহমান এবং এহসান এলাহী বাপ্পীর পরিচালনায় দুটি নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।