ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধকে অপমান করেছে। এমনকি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ভুয়া ছিলেন।”
সোমবার বিকেলে পুরানা পল্টনে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জিএম কিবরিয়া, মাস্টার আব্দুল হামিদ ও আব্দুস সাত্তার প্রমুখ।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, “ফ্যাসিবাদ বিদায় করে আবার যেন নতুন ফ্যাসিবাদ না আসে, সেজন্য আদর্শিক রাজনীতি ও পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন প্রয়োজন। নির্বাচন নয়, সংস্কার আগে। বিচারবিহীন গণহত্যার পর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়।”
সভাপতির বক্তব্যে আবুল কাশেম বলেন, “৫৪ বছর পর সুযোগ এসেছে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা।”








