ইউকে বাংলা অনলাইন ডেস্ক :শেরপুরের শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝগড়ারচর বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, এতে প্রায় তিন কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে।
সোমবার সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আগুনে মুদি পণ্য, চাল, ডাল, কসমেটিকস, তেলসহ বিভিন্ন মালামালসহ ৫টি দোকান ও গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুরাদ জানান, তার মুদি দোকান ও দুইটি গোডাউনের সব পণ্য পুড়ে গেছে, যার ক্ষতি প্রায় দেড় কোটি টাকা। অন্যদিকে মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক চৈতন্য মোদক বলেন, “একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানটি আগুনে শেষ হয়ে গেছে। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি পথের ভিখারি।”
শ্রীবরদী ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।








