ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অপহরণের শিকার এক বিদেশগামী এজেন্সির কর্মচারী শেখ জামাল উদ্দিন (৩৬)–কে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত অপহরণকারী শফিকুল ইসলাম মাতুব্বর (৩৫)–কে আটক করা হয়। সোমবার (৩০ জুন) ভোরে ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগি এলাকার একটি পরিত্যক্ত খড়ের ঘর থেকে শেখ জামালকে উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, রবিবার বিকেলে ঢাকার পল্টন এলাকা থেকে শেখ জামালকে অপহরণ করে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। এরপর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় জামালের স্ত্রী নাসিমা আক্তার রাতেই ফরিদপুর আর্মি ক্যাম্পে অভিযোগ করলে, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত জামালকে উদ্ধার করে এবং অভিযুক্ত শফিকুলকে গ্রেফতার করে।
তদন্তে জানা যায়, ভুক্তভোগী জামাল ও শফিকুল এক সময় বিদেশে ছিলেন। শফিকুল ইসলামের অভিযোগ, জামাল তাকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বড় অঙ্কের টাকা নেন, কিন্তু প্রতিশ্রুতি পূরণ না করে আত্মগোপনে চলে যান। এর প্রতিশোধ নিতেই জামালকে অপহরণ করেন শফিকুল ও তার সহযোগীরা।
ভাঙ্গা থানার ওসি (তদন্ত) ইন্দুজিৎ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শফিকুলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনা ক্যাম্প। তারা অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে।










