ইউকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
হেডলাইন

সালথায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার নটখোলা ও বাসুয়ারকান্দী গ্রাম থেকে তাদের আটক করা হয়। শনিবার (২৮ জুন) সকালে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন—সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের ডালিম মাতুব্বরের ছেলে সাগর মাতুব্বর (২০) এবং গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী গ্রামের মফিজ মোল্যার ছেলে আরিফ মোল্যা (৩০)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে নটখোলা গ্রামে অভিযান চালিয়ে সাগর মাতুব্বরকে ৮০ পিস ইয়াবাসহ আটক করে। পরে একই রাতে বাসুয়ারকান্দী এলাকা থেকে আরিফ মোল্যাকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ