ইউকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
হেডলাইন

ফলাফল নিয়ে ধোঁয়াশা, কমে গেল বাফুফের বিদেশি ফুটবলার ট্রায়াল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাফুফের উদ্যোগে বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি ফুটবলারদের অংশগ্রহণে তিন দিনের ট্রায়াল শুরু হচ্ছে শনিবার (২৮ জুন)। তবে অংশগ্রহণকারী ৫২ ফুটবলারের তালিকা থেকে ৪৮ জনে নেমে এসেছে, আর ফলাফল প্রকাশ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শুক্রবার জাতীয় স্টেডিয়ামে ট্রায়াল শুরুর আগেই অংশগ্রহণকারীদের নিয়ে ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশন কার্যক্রম হয়। সেখানে উপস্থিত ছিলেন ৪৩ জন। বাকি পাঁচজন দোহা থেকে ঢাকার পথে রয়েছেন।

ডেনমার্ক প্রবাসী ও ট্রায়াল সমন্বয়ক সাকিব মাহমুদ জানান, ইনজুরি, ফ্লাইট সংকটসহ বিভিন্ন কারণে অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কমেছে।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, “ট্রায়ালের তথ্য ও ভিডিও টেকনিক্যাল বিভাগের কাছে থাকবে। প্রয়োজন অনুযায়ী কোচরা তথ্য বিশ্লেষণ করে ফুটবলারদের ডাকবে।”

তবে ফলাফল প্রকাশের এ ধরণের অনির্ধারিত পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অংশগ্রহণকারী ফুটবলারদের অভিভাবক ও সংশ্লিষ্টরা। ইংল্যান্ড থেকে আসা এক অভিভাবক বলেন, “আমাদের জানানো উচিত—ফলাফল কবে প্রকাশ হবে। ছেলে বিবেচনায় আছে কি না, ফেরার আগেই নিশ্চিত হতে চাই।”

সমন্বয়ক সাকিব মাহমুদ নিজেও বিষয়টি নিয়ে দ্বিধান্বিত। তিনি বলেন, “এটা কঠিন প্রশ্ন, ফলাফল কবে জানানো হবে, তা আমরা জানি না।”

এ ট্রায়ালটি মূলত এএফসি অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট সামনে রেখে প্রতিভাবান ফুটবলার বাছাইয়ের জন্য আয়োজিত। কিন্তু এখনো দুই দলের কোচ নিয়োগ হয়নি, ফলে ট্রায়ালের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

আগামীকাল থেকে শুরু হওয়া ট্রায়ালে জাতীয় দলের সাবেক ফুটবলার ও অভিজ্ঞ কোচরা উপস্থিত থাকবেন। তবে বিচারকদের মধ্যে কোনো পরিকল্পনা সভা বা মূল্যায়ন কাঠামো নির্ধারণ হয়নি বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ