ইউকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
হেডলাইন

মিরপুরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গেল শনিবার থেকেই সারাদেশে শুরু হয়েছে উৎসব। এই মাইলফলকের চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিনটি স্মরণীয় করে রাখতে বিসিবির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সাবেক ক্রিকেটার, অভিষেক টেস্ট দলের সদস্যরা এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অভিষেক টেস্ট দলের জীবিত সদস্যদের স্মারক ব্লেজার ও ক্যাপ পরিয়ে সম্মান জানানো হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা একে একে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন। পরে কাটা হয় ২৫ পাউন্ড ওজনের একটি বিশেষ কেক, যেটিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কেক খাইয়ে দেন ক্রীড়া উপদেষ্টা।

বিসিবি সভাপতি ও প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘দিনটা বিশেষ, আমাদের ক্রিকেটের জন্মদিন। এদিন আমি ঘোষণা করতে চাই, অনূর্ধ্ব–১৯ যারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন, তাদের জন্য চারটা বিভাগ ঠিক করেছি। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা—এই চারটা বিভাগে আমরা ক্রিকেট বোর্ডের অংশ স্থাপন করবো। সেখানে একজন হেড অব ক্রিকেট থাকবেন, তিনি তদারকি করবেন তার বিভাগের সব কিছু। পাশাপাশি জায়গাগুলোতে প্রিমিয়ার লিগ করার পরিকল্পনা চলছে, কোচ ডেভেলপমেন্টের চিন্তা চলছে। সব কিছুর জন্য একটা ফান্ডের মডেল তৈরি করা হচ্ছে। তাতে তাদের মিরপুরের ওপর নির্ভর থাকতে হবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ক্রিকেট বোর্ড যে ঘোষণাটা দিয়েছে, চারটা জোন করে সেখানে “মিনি বিসিবি” স্থাপন করার। আমার মনে হচ্ছে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যে কথাটা বলছিলাম, যে খেলাধুলোকে বিকেন্দ্রীকরণ করতে চাই—সেটাই বাস্তবে রূপ নিচ্ছে। এবার এর অংশ হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একটা ঘোষণা দিতে চাই। আপনারা জানেন স্কুল ক্রিকেটে অনেকগুলো স্কুল ভালো করে, সেই বিবেচনায় আমরা বিসিবির সহায়তা নিয়ে স্কুল ক্রিকেটের উন্নয়নে সারাদেশের ১০০টি স্কুলের মাঠে সিনথেটিক পিচ স্থাপন করে দেব।’

২০০০ সালের ২৬ জুন, লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ১০ নম্বর দেশ হিসেবে টেস্ট খেলার মর্যাদা পায় বাংলাদেশ। এরপর ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ঢাকায় প্রথম টেস্ট খেলে টাইগাররা। সেই ঐতিহাসিক মাইলফলকের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে।

এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চালু করা হয় টেস্ট ক্রিকেটের অনার্স বোর্ড। যেখানে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত খেলা প্রত্যেক টেস্ট ক্রিকেটারের নাম, অভিষেক মাঠ, টেস্ট ক্যাপের নম্বর ও বছর উল্লেখ করা হয়েছে। বোর্ডের তালিকায় আছেন আকরাম খান, হাবিবুল বাশার, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান থেকে শুরু করে বর্তমান সময়ের নাইম হাসান ও নাহিদ রানাও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ