ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করল ইসরায়েলি আদালত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি দুই সপ্তাহ পেছানোর আবেদন খারিজ করে দিয়েছেন জেরুজালেমের একটি জেলা আদালত। ইরানের সঙ্গে সদ্যসমাপ্ত সামরিক সংঘাতের পর নিরাপত্তা সংক্রান্ত জরুরি বিষয় সামাল দেওয়ার অজুহাত দেখিয়ে শুনানি মুলতবি চেয়েছিলেন নেতানিয়াহু। তবে আদালত সেই আবেদনকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

নেতানিয়াহুর আইনজীবী বৃহস্পতিবার (২৬ জুন) আদালতে আবেদন দাখিল করে বলেন, সাম্প্রতিক ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রধানমন্ত্রীকে নিরাপত্তা ইস্যুতে সম্পূর্ণ মনোযোগ দিতে হচ্ছে, তাই দুই সপ্তাহের জন্য শুনানি স্থগিত করা হোক। তবে শুক্রবার (২৭ জুন) আদালতের রায়ে বলা হয়, “আবেদনের পক্ষে কোনো যুক্তিসঙ্গত কারণ বা ব্যাখ্যা পাওয়া যায়নি”, ফলে তা গ্রহণযোগ্য নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলাকে “উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র” বলে অভিহিত করে বলেছেন, “এই বিচার বাতিল বা নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া উচিত।”

উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা রয়েছে। তার মধ্যে রয়েছে শতকোটি টাকা মূল্যের উপহার গ্রহণ, সংবাদমাধ্যমে প্রভাব খাটানোর অভিযোগসহ একাধিক গুরুতর অভিযোগ। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এবং সমর্থকরা এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই মনে করছেন।

২০২২ সালের শেষ দিকে পুনরায় ক্ষমতায় এসে নেতানিয়াহু বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেন, যা নিয়ে সমালোচকরা মনে করেন—এটি আদালতের ক্ষমতা খর্ব করে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ জোরদার করার অপচেষ্টা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ