
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ইরান-ইসরায়েল চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মার্কিন সেনেটর টিম কেইন।
সেনেটের বৈদেশিক সম্পর্ক ও সশস্ত্র পরিষেবা কমিটির সদস্য ভার্জিনিয়ার এই ডেমোক্র্যাট নেতা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি সবসময় ইসরায়েলকে সামরিক সহায়তার পক্ষে ছিলাম। কিন্তু ইরানে বোমা হামলার ক্ষেত্রে আমি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করছি।”
সেনেটর কেইন আরও বলেন, “ইসরায়েল চাইলে নিজেদের রক্ষা করুক, কিন্তু তারা যেন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের ভেতরে টেনে আনার চেষ্টা না করে।”
তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র যদি এ যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের টার্গেটে পরিণত হতে পারে।
তার মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে জড়াতে পারে না। এখন পর্যন্ত কংগ্রেসে যুদ্ধ সংক্রান্ত কোনো প্রস্তাব উত্থাপিত হয়নি—যা স্পষ্ট করে যে, আমেরিকান জনমতও এই যুদ্ধে অংশগ্রহণের পক্ষে নয়।
সরাসরি ভাষায় সেনেটর কেইন বলেন, “আমি একটি ব্যর্থ কৌশলের জন্য ভার্জিনিয়াবাসী বা আমেরিকানদের জীবন হুমকির মুখে ফেলতে রাজি নই।”