ইউকে বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
হেডলাইন

এরদোয়ানের তুরস্কের প্রতি আমিরের ক্ষোভ, দিলেন ভাইরাল ছবির ব্যাখ্যা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী ইমাইন এরদোয়ানের সঙ্গে আমির খানের ছবি ঘিরে সামাজিক মাধ্যমে সম্প্রতি ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। পুরনো সেই ছবিগুলো ফের ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ আমিরের কড়া সমালোচনা করেন।

বিশেষ করে তুরস্ক যখন কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়, তখন বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। আমির খানের আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’ নিষিদ্ধ করার দাবিও উঠেছে অনলাইনে।

এতদিন এ বিষয়ে চুপ থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান মুখ খোলেন। তিনি বলেন, ‘‘২০২০ সালে ‘লাল সিংহ চড্ডা’র শ্যুটিং চলাকালীন তুরস্কে ছিলাম। প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। আমি একজন শিল্পী হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করছিলাম, তাই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা সম্মানজনক হতো না।’’

তিনি আরও জানান, ‘‘ছবিগুলো ২০১৭ ও ২০২০ সালের, যখন ভারত-তুরস্ক সম্পর্ক স্বাভাবিক ছিল। বর্তমানে তুরস্কের অবস্থান গ্রহণযোগ্য নয়। সরকার যে তুরস্কের সঙ্গে সবধরনের আনুষ্ঠানিক যোগাযোগ স্থগিত করেছে, তা সঠিক সিদ্ধান্ত।’’

আমির খান বলেন, ‘‘আমি একজন ভারতীয়, আমার প্রথম দায়িত্ব দেশের প্রতি। তুরস্ক যেভাবে পাকিস্তানের পক্ষ নিয়েছে তা মেনে নেওয়া যায় না।’’

সব বিতর্কের মধ্যেও আসছে ২০ জুন মুক্তি পাচ্ছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’। এতে তার বিপরীতে থাকছেন জেনেলিয়া ডিসুজা। সিনেমাটি দর্শকদের কতটা টানতে পারে তা দেখার বিষয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ