
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :প্রথম দৃষ্টিই যেন চিরকালের অধ্যায়। যেন পুরো জীবন আটকে যায় এখানেই। মন দেয়া নেয়ার এমন অনুভূতি নিয়ে ‘কিছু মন দেয়া নেওয়াতে’ শিরোনামের গান বেঁধেছেন ধ্রুব মিউজিক আমার গানের খুলনার প্রতিযোগী আব্দুল্লাহ আল মামুন।
গানটি লেখা ও সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তিনি। সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক এবং আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটি নিয়ে আবদুল্লাহ আল মামুন জানান, ‘গানের প্রতি ভালোবাসা ও আকর্ষণ থেকে গান শেখার ইচ্ছা জাগে। ওয়াসিম সরকার স্যার এর কাছে প্রথম গানের হাতেখড়ি। পরবর্তীতে ওস্তাদ শামসুদ্দিন একাডেমিতে শাহীন মাহমুদ শাহিন স্যারের কাছে দীর্ঘ বছর উচ্চাঙ্গ সংগীতের মহাসমুদ্র থেকে এক বিন্দু শেখার চেষ্টা করি। সুরের সাধনা যেন আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমার এই গান শ্রোতাদের এতটুকুও ভালো লাগলে আমি ধন্য।
ধ্রুব মিউজিক স্টেশন জানায়, ২৯ মে, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি ও আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মে।