ইউকে রবিবার, ৩১ আগস্ট ২০২৫
হেডলাইন

কিংবদন্তিদের মঞ্চেই প্রথম সম্মাননায় ভূষিত ইধিকা পাল

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :কলকাতার ঐতিহাসিক ‘নজরুল মঞ্চে’ অনুষ্ঠিত হলো ২২তম টেলিসিনে অ্যাওয়ার্ডস। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল, যিনি নিজের প্রথম সিনেমায় অভিনয় করেই টেলিসিনে অ্যাওয়ার্ডস-এ সম্মাননায় ভূষিত হয়েছেন।

সদ্যপ্রকাশিত ‘খাদান’ সিনেমায় নায়িকা হিসেবে ইধিকার অভিষেক ঘটে ২০২৪ সালে। সিনেমাটি পরিচালনা করেন সুজিত রিনো দত্ত, আর প্রযোজনা করেছে ফিল্মস ও দেব এন্টারটেইনমেন্ট ভেনচারস। সিনেমার গল্প, চরিত্র ও চিত্রায়ণে দর্শকেরা ব্যাপক সাড়া দিয়েছেন—আর তারই স্বীকৃতি হিসেবে এই সম্মাননা।
কলকাতা থেকে মোবাইল ফোনে প্রতিক্রিয়ায় ইধিকা পাল বলেন: “এই সম্মাননা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। বিশেষভাবে ধন্যবাদ জানাই আয়োজক শ্রদ্ধেয় **মৃন্ময় কাঞ্জিলাল দাদা**কে। খাদান মুক্তির পর দর্শকের ভালোবাসা আমাকে নতুন অনুপ্রেরণা দিয়েছে। ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বাংলাদেশের দর্শকের যে ভালোবাসা পেয়েছি, তা আমি আজীবন মনে রাখবো।”

তিনি আরও যোগ করেন, “এইতো শুরু মাত্র। সামনে অনেক কাজ করতে চাই ভালো গল্প, ভালো চরিত্র নিয়ে। দর্শকের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই আরও বহুদূর।”

এর আগে বাংলাদেশের‘প্রিয়তমা’ সিনেমার জন্য ঢাকায় বাবিসাস সম্মাননা পেয়েছিলেন ইধিকা পাল। তবে সেসময় তিনি দেশে না থাকায় সিনেমার প্রযোজক আরশাদ আদনানের হাতে ক্রেস্টটি তুলে দেওয়া হয়।

এবারের টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত হন আরতী মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তীসহ অনেকে। মনোমুগ্ধকর পারফরম্যান্সে মঞ্চ মাতিয়েছেন পূজা ব্যানার্জি, ইন্দ্রাক্ষী কাঞ্জিলালসহ আরও অনেক শিল্পী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ