
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “আমরা প্রতিশোধ নেইনি, কিন্তু ন্যায়বিচার চেয়েছি। এটা ছিলো ইচ্ছাকৃতভাবে নেতৃত্বকে হত্যা করা। এই রায়ে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। সেই সত্যকেই আল্লাহ আজকে আমাদেরকে দেখিয়েছেন।”
মঙ্গলবার (২৭ মে) মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ায় এ কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ওই জরুরি সংবাদ সম্মেলনে শফিকুর রহমান আরও বলেন, জনগণের জন্য আমরা কিছু করতে চাই। বিপদ ঘাড়ে নিয়েও চেষ্টা করেছি দেশবাসীর পাশে থাকার।”
“সীমাবদ্ধতা আছে আমাদের। আমাদের আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। মানুষ হিসেবে, দল হিসেবে ভুলের উর্দ্ধে না। কোনও কাজে, আচরণে কষ্ট পেলে বিনা শর্তে মাফ করে দেবেন। আমরা ক্ষমা চাই।’
“নেতারা অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাদের মৃত্যু ছিলো বীরোচিত। ন্যায়ভ্রষ্ট রায় এটা আমাদের আদালত আজকে বলে দিয়েছে”, যোগ করেন এই জামায়াত নেতা।