ইউকে বুধবার, ২১ মে ২০২৫
হেডলাইন

হলান্ডকে বার্সেলোনায় নেওয়ার প্রসঙ্গে লাপোর্তা, ‘জীবনে কিছুই অসম্ভব নয়’

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আসন্ন গ্রীষ্মের দলবদলে নতুন কোন খেলোয়াড়দের দলে টানতে পারে বার্সেলোনা, তা নিয়ে কৌতূহল আছে অনেকের। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ডকে দলে নেওয়ার চেষ্টা করবে কি তারা? আপাতত তেমন কোনো পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে সম্ভাবনার কথা উড়িয়ে দেননি বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।

২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে প্রথম দুই মৌসুমে গোলের বন্যা বইয়ে রীতিমতো ‘গোলমেশিনে’ পরিণত হয়ে ওঠেন হলান্ড। সেই তুলনায় এবারের মৌসুমটা যদিও তেমন ভালো কাটেনি নরওয়ের তারকার। তার দলও বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করতে যাচ্ছে মৌসুম।

হান্সি ফ্লিকের হাত ধরে বদলে যাওয়া বার্সেলোনা এই মৌসুমে লা লিগাসহ জিতেছে তিনটি শিরোপা। এখন হয়তো আগামী মৌসুমের জন্য দলের শক্তি বাড়ানোর চেষ্টা করবে তারা।

সোমবার ‘টিভি৩’ তে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তার কাছে জানতে চাওয়া হয়, তারা হলান্ডকে আনার চেষ্টা করতে পারেন কি না। আপাতত সেই সম্ভাবনা উড়িয়ে দেন বার্সেলোনা প্রধান।

“যদিও জীবনে প্রায় কিছুই অসম্ভব নয়, তবে এই মুহূর্তে আমরা এই ধরনের খেলোয়াড় দলে যুক্ত করার কথা ভাবছি না, এছাড়া সে সবেমাত্র (ম্যানচেস্টার সিটিতে) তার চুক্তি নবায়ন করেছে।”

গত গ্রীষ্মের দলবদলে আথলেতিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকে বার্সেলোনার দলে নেওয়ার চেষ্টার কথা শোনা গিয়েছিল। সেই প্রসঙ্গেও বললেন লাপোর্তা।

“আমরা ওই সময়ে তার কথা ভেবেছিলাম, কারণ সে দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু আমরা দানি ওলমোকে বেছে নিয়েছিলাম এবং এখন আমরা অন্য বিকল্পগুলো নিয়ে ভাবছি।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ