ইউকে রবিবার, ২২ জুন ২০২৫
হেডলাইন

পাক-ভারত যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত, এরপর?

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া পাকিস্তান-ভারতের যুদ্ধবিরতির সময়সীমা ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সিনেটে বক্তব্যে তিনি বলেন, দুই দেশের সামরিক প্রধানদের মধ্যে ১৪ মে হটলাইন সংযোগের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দার জানান, ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। পাকিস্তান তখন ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শেষ পর্যায়ে থাকায় পাকিস্তানও যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান কারও কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি।’
পাক-ভারত যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত, এরপর?

দার আরও বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু কোনো আধিপত্যবাদ বা সার্বভৌমত্ব লঙ্ঘন বরদাশত করবে না।

তিনি জানান, সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের জন্য অমার্জনীয় এবং ভারতের একতরফা সিদ্ধান্ত গ্রহণ চলবে না। সব বিষয় সংলাপের মাধ্যমে মীমাংসা হবে বলে জানান দার।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধবিরতির পরের ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের আন্তরিকতা, আন্তর্জাতিক চাপ ও মাঠপর্যায়ের বাস্তবতার ওপর। পাকিস্তান দাবি করে, তারা যুদ্ধ শুরু করেনি। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কাশ্মীর, ইন্দাস পানি চুক্তি ও সীমান্ত নিরাপত্তা ইস্যুগুলোতে সংলাপ শুরু করতে চায়। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলো চাপ দিয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে চাইছে। তবে ভারতের অতীত আচরণ বিবেচনায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে—বিশেষত যদি সীমান্তে কোনো নতুন উসকানি ঘটে। তাই পরিস্থিতি এখনো ভঙ্গুর এবং নজরদারির মধ্যে রয়েছে।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে, যা ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

এ সংক্রান্ত আরও সংবাদ

  • ইরানের ভাঙন চেয়েছিল ইসরায়েল, উল্টো জুড়ে যাচ্ছে
  • এবার আল আকসায় হামলার পরিকল্পনা ইসরায়েলের?
  • ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকেই প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।  শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এরদোয়ান বলেন, নেতানিয়াহুর সরকার কেবল তার “জায়নবাদী আকাঙ্ক্ষা” বাস্তবায়নে মনোযোগী, যা পুরো অঞ্চল ও বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। নিজের উত্তরসূরি হিসেবে ৩ জনের নাম নির্ধারণ খামেনির: নিউ ইয়র্ক টাইমস  তিনি অভিযোগ করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফা পরমাণু আলোচনার আগ মুহূর্তে ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ওই আলোচনা বানচাল করা। এরদোয়ান বলেন, “এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে নেতানিয়াহু সরকার কূটনৈতিক পথে কোনো সমাধান চায় না।”  তিনি ইসরায়েলের ওপর প্রভাব রাখতে সক্ষম দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরায়েলের উসকানিতে কান না দেয় এবং উত্তেজনা না বাড়িয়ে সংলাপের মাধ্যমে শান্তি নিশ্চিত করে। এ ছাড়াও, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা মেনে ইসরায়েলের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
    মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকেই প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এরদোয়ান বলেন, নেতানিয়াহুর সরকার কেবল তার “জায়নবাদী আকাঙ্ক্ষা” বাস্তবায়নে মনোযোগী, যা পুরো অঞ্চল ও বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। নিজের উত্তরসূরি হিসেবে ৩ জনের নাম নির্ধারণ খামেনির: নিউ ইয়র্ক টাইমস তিনি অভিযোগ করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন দফা পরমাণু আলোচনার আগ মুহূর্তে ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ওই আলোচনা বানচাল করা। এরদোয়ান বলেন, “এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে নেতানিয়াহু সরকার কূটনৈতিক পথে কোনো সমাধান চায় না।” তিনি ইসরায়েলের ওপর প্রভাব রাখতে সক্ষম দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরায়েলের উসকানিতে কান না দেয় এবং উত্তেজনা না বাড়িয়ে সংলাপের মাধ্যমে শান্তি নিশ্চিত করে। এ ছাড়াও, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা মেনে ইসরায়েলের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
  • ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলায় শতাধিক নিহত
  • ইসরাইলি হামলায় ইরানে নিহত ৪৩০
  • সর্বশেষ সংবাদ