ইউকে রবিবার, ২২ জুন ২০২৫
হেডলাইন

সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :কু‌ড়িগ্রামের রৌমারী সীমা‌ন্তে টহলরত অবস্থায় বজ্রপাতে নিহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস‌্য। এ সময় আহত হয়েছে বি‌জি‌বি সদস‌্য ও এক আনসার সদস‌্যসহ আরও পাঁচ জন।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ জানান, রাতে টহল দেয়ার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রঝড় শুরু হ‌লে টহল দ‌লের সদস‌্যরা এক‌টি শে‌ডে আশ্রয় নেয়। হঠাৎ বজ্রপাত হলে সবাই আহত হন। দ্রুত তা‌দের উদ্ধার করে রৌমারী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে চি‌কিৎসক বি‌জি‌বি সদস‌্য রিয়াদ হো‌সেন‌কে মৃত ঘোষণা ক‌রেন।

গুরুতর আহত অবস্থায় দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবার অবস্থা শঙ্কামুক্ত বলে জানতে পেরেছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ