
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। টি-টোয়েন্টির পর সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এখন কেবল ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ভারতীয় অধিনায়ক। সম্প্রতি নিজের ৩৮তম জন্মদিন উদযাপন করেছেন রোহিত। পঞ্চাশ ওভারের ক্রিকেট তিনি কতদিন চালিয়ে যাবেন, সেটিও এখন আলোচনার টেবিলে।
রোহিত নিজেও মুখ খুলেছেন নিজের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে। লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এই ওপেনার জানিয়েছেন, এখনও তিনি ওয়ানডে খেলা চালিয়ে যেতে পুরোদমে প্রস্তুত আছেন। তবে সঠিক সময় এলে নিজে থেকেই অবসর নিয়ে নেবেন বলে জানিয়েছেন ‘হিটম্যান’ খ্যাত তারকা এই ডানহাতি ব্যাটার।
সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘আমি যেমন খেলতাম, এখন আর তেমন খেলি না। আগে প্রথম ১০ ওভারে ৩০ বল খেলে হয়তো ১০ রান করতাম। কিন্তু এখন যদি ২০ বল খেলি, তাহলে কেন ৩০, ৩৫ বা ৪০ রান করতে পারব না? যেদিন ছন্দে থাকি, সেদিন প্রথম ১০ ওভারেই ৮০ রান করাও খারাপ কিছু না। এখন এভাবেই ভাবি।’
তিনি আরও বলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করেছি, যত রান করার ছিল করেছি। এখন ক্রিকেটকে অন্যভাবে খেলতে চাই। কিছুই আমি স্বাভাবিকভাবে নিচ্ছি না। ধরে নেওয়ার কিছু নেই যে ২০-৩০ রান করেই আমি খেলতে থাকব। যেদিন মনে হবে মাঠে নিজের মতো করে খেলতে পারছি না, সেদিনই খেলা ছেড়ে দেব। কিন্তু এখনো আমি জানি, আমার পারফরম্যান্স দলের কাজে লাগছে।’
৩৮ বছর বয়সী রোহিত এরইমধ্যে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন ২০২৪ সালের বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর। টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন সম্প্রতি, যেখানে ৬৭টি ম্যাচে করেছেন ৪,৩০১ রান, সর্বোচ্চ ইনিংস ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৯ সালে ২১২ রানের।
তবে ওয়ানডে ক্রিকেটে এখনও দলের ভরসার প্রতীক রোহিত। এখন পর্যন্ত ২৭৩টি ম্যাচে ৪৮.৭৬ গড়ে করেছেন ১১,১৬৮ রান। তার নেতৃত্বে ভারত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে, যা তাকে ভারতের সেরা সাদা বলের অধিনায়কদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।