ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

গণতান্ত্রিক বিশ্ব কখনো খুনি ও দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের পাশে দাঁড়াবে না : প্রেস সচিব

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “গণতান্ত্রিক বিশ্ব কখনোই একটি খুনি, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে অবস্থান নেবে না।”

রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ ছিল সময়োপযোগী ও জাতীয় স্বার্থ রক্ষায় জরুরি। “জুলাই আন্দোলনের কর্মী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী-সাক্ষী এবং সার্বিক জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায় এই সিদ্ধান্ত ছিল অনিবার্য।”

শফিকুল আলম আরও বলেন, “বিশ্ব ইতিহাসে এমন নজির রয়েছে যেখানে মানবতাবিরোধী অপরাধে জড়িত দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালি নাৎসি ও ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করেছিল। স্পেন ও বেলজিয়ামেও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে লিপ্ত দলগুলোর বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি দাবি করেন, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগের নেতৃত্ব ও এর সহযোগী সংগঠনগুলো মানবতাবিরোধী অপরাধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। সেই সঙ্গে দলটির নেতাকর্মীরা রাষ্ট্রীয় ব্যাংক লুটপাট, বিপুল অর্থ বিদেশে পাচার এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শফিকুল আলম দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা বিশ্বাস করি না, বিশ্বের কোনো গণতান্ত্রিক রাষ্ট্র এই নিষেধাজ্ঞায় দুঃখপ্রকাশ করবে। বরং এটি আন্তর্জাতিক ন্যায়বিচার ও গণতন্ত্রের রক্ষায় একটি সাহসী পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ