ইউকে শনিবার, ৩ মে ২০২৫
হেডলাইন

মুন্সীগঞ্জে দিনমজুরকে পিটিয়ে হত্যা, লাশের পাশে ছড়ানো ছিল অস্ত্র ও গুলি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি এলাকায় এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের নাম ছানা মাঝি (৪৪), পিতা মোহাম্মদ মাঝি। বৃহস্পতিবার রাত ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং লাশের পাশে একটি পাইপগান ও দুটি গুলি রেখে যায় হামলাকারীরা, জানিয়েছে সদর থানার ওসি এম সাইফুল আলম।

এ হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের ইঙ্গিত মিলেছে। ওসি জানান, প্রায় ২০ বছর আগে ছানা মাঝির বাবা মোহাম্মদ মাঝিকে হত্যা করেন শিপন মাঝি। তার প্রতিশোধে কয়েক মাস পর ছানা মাঝির পরিবার সাত ভাই মিলে শিপন মাঝিকে হত্যা করে। এরপর থেকে পরিবারটি গ্রাম ছেড়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ছানা মাঝি গত ৯ মাস ধরে বজ্রযোগিনী ইউনিয়নের ডেকরাপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।\

ছানা মাঝির স্ত্রী ফাতেমা বেগম জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কয়েকজন এসে তার স্বামীকে বাসা থেকে আলদি বাজারে নিয়ে যায়। সেখান থেকে তাকে ধরে নিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। রাত ১১টার দিকে লাশ পাওয়া যায়, পরে রাত ৩টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছানা মাঝির মৃত্যুর পর তার চাচাতো ভাই বাবু মাঝি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিহতের ছবি পোস্ট করে লিখেছেন, “শিপন মাঝি হত্যার বদলা আমি একে একে নিমু…” পুলিশ জানায়, বাবু মাঝি শিপন মাঝির ছোট ভাই এবং সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন।

ওসি সাইফুল আলম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ড নিয়ে মামলার প্রক্রিয়া চলমান। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ