ইউকে শনিবার, ৩ মে ২০২৫
হেডলাইন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগের অপরাধের ইতিহাস রক্তে লেখা। কেউ কেউ দলটিকে পুনর্বাসনের চেষ্টা করলেও, শহিদদের আত্মত্যাগের সঙ্গে আপস করা হবে না।” মোহাম্মদপুর থেকে আসা এনসিপি কর্মী মনোয়ার বলেন, “শহিদদের রক্তের দাগ শুকায়নি। এ দলটির বিচার ও নিষিদ্ধকরণ এখন সময়ের দাবি।”

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা আরও বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতা রায় দিয়েছে, আওয়ামী লীগ আর রাজনীতি করার অধিকার হারিয়েছে। এ দলের নেতাদের আর ময়দানে নামতে দেওয়া হবে না, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ