ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বগুড়ায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গ্রেপ্তার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বগুড়ার সোনাতলায় জুলাই আন্দোলনে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খাজা নাজিম উদ্দিনকে (৮০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের লোহাগাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাই আন্দোলনের পর গত ২৬ আগস্ট সোনতলা থানায় দায়ের হওয়া মামলায় নাজিম উদ্দিন ৭৮ নম্বর আসামি। শুক্রবার সন্ধ্যায় লোহাগাড়া বাজারে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি জানান,গ্রেফতারের পর নাজিম উদ্দিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ