
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ‘ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেড’ নামের একটি সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার সকালে গৌরীপুর এলাকার কারখানার মূল ফটকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩ (১) অনুযায়ী ‘লে-অফ’ ঘোষণার একটি নোটিশ টানানো হয়। এতে বলা হয়, বেতন ও ওভারটাইম পরিশোধের পরও শ্রমিকদের বিক্ষোভ, বেআইনি ধর্মঘট ও কারখানার অস্থিতিশীল পরিস্থিতির কারণে সামগ্রিক নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারখানায় কর্মরত জ্যাকেট অপারেটর হাসান আলী বলেন, “বেতন বকেয়া না থাকলেও তা নিয়মিত দেওয়া হয় না। ৭ তারিখের বেতন মেলে ২৫ তারিখে, ওভারটাইম বিল এক-দেড় মাস পর দেওয়া হয়, আর বাৎসরিক ছুটির ভাতা মেলে দুই বছর পর।” এসব নিয়ে গত কয়েকদিন ধরে কারখানায় কর্মবিরতি চলছিল বলে জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, “বৃহস্পতিবার কর্মবিরতির পর কারখানা থেকে বের হওয়ার সময় ভাড়াটে মাস্তানদের হাতে মার খেয়েছেন কয়েকজন শ্রমিক।”
শনিবার ছুটির পর কাজে যোগ দিতে গিয়ে বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
কারখানার প্রশাসনিক সহকারী পরিচালক সৈয়দ মিলাদুল হুদার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শিল্প পুলিশ-১ (আশুলিয়া) এর সুপার মোমিনুল ইসলাম ভূঁঞার মোবাইলও বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, কারখানাটিতে প্রায় ৯০০ শ্রমিক কাজ করেন। সময়মতো বেতন না দেওয়া এবং আন্দোলনের পর শ্রমিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে। তিনি বলেন, “বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আমরা সমাধানের পথ খুঁজছি।”