
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান আইনি জটিলতায় পড়েছেন মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার একটি গান নিয়ে। কপিরাইট লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় দিল্লি হাইকোর্ট তাঁর প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজকে দুই কোটি রুপি জামানত জমা দিতে নির্দেশ দিয়েছে। খবর বলিউড হাঙ্গামার।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বীরা রাজা বীরা’ গানটি। ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ফাইয়াজ ওয়াসিফুদ্দিন দাগার ২০২৩ সালে দায়ের করা মামলায় অভিযোগ করেন, রাহমানের সুরটি তাঁর বাবা নাসির ফৈয়াজুদ্দিন দাগার এবং চাচা জহিরুদ্দিন দাগারের জনপ্রিয় কম্পোজিশন ‘শিবা স্তুতি’ থেকে নকল করা হয়েছে। তিনি দাবি করেন, ‘শিবা স্তুতি’ দাগার পরিবারের ঐতিহ্যবাহী পরিবেশনা, যা বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে পরিচিত।
তবে রাহমান অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন। তাঁর আইনজীবী জানান, ‘বীরা রাজা বীরা’ গানটি সম্পূর্ণ মৌলিক এবং এটি ‘শিবা স্তুতি’র সঙ্গে সঙ্গীতিক ঘরানাতেও মেলে না। এটি একেবারেই আলাদা ধাঁচে তৈরি।
এখন আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী শুনানি পর্যন্ত জামানত জমা দিয়ে মামলার আইনি প্রক্রিয়ায় অংশ নিতে হবে রাহমানের প্রতিষ্ঠানকে।