
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা নিয়ে আইনি পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। চিঠিটি পাঠানো হয়েছে মঙ্গলবার।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবিতে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছিলেন ইশরাক হোসেন। ওই মামলার প্রেক্ষিতে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারক, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম, আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে জয়ী ঘোষণা করেন।
উল্লেখ্য, নির্বাচনের দিন দক্ষিণ সিটির ১,১৫০টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। ফলাফলে শেখ ফজলে নূর তাপস পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, আর ইশরাক হোসেন পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক।
বর্তমানে নির্বাচন কমিশন আদালতের রায়ের আলোকে পরবর্তী পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় রয়েছে।