
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শনিবার অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ভ্যাটিকান। ভ্যাটিকান থেকে জানানো হয়, সদ্য প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময় সকাল ৯টা এবং গ্রিনউইচ মান সময় অনুযায়ী সকাল ৮টায় এ অনুষ্ঠান শুরু হবে।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে সেন্ট পিটার্স বাসিলিকার সামনে খোলা প্রাঙ্গণে। পবিত্র এই আয়োজন পরিচালনা করবেন কার্ডিনালদের কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্ত রে। তিনি শেষ প্রার্থনা প্রদান করবেন, যার মাধ্যমে পোপ ফ্রান্সিসকে আনুষ্ঠানিকভাবে সৃষ্টিকর্তার হাতে সঁপে দেওয়া হবে।
পরে পোপের মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া ম্যাজিওরে, যেখানে তাকে সমাহিত করা হবে।
ভ্যাটিকান আরও জানিয়েছে, বুধবার সকালে পোপ ফ্রান্সিসের কফিন আনা হবে সেন্ট পিটার্স বাসিলিকায়। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত রাখা হবে।
এরআগে ভ্যাটিকান পোপের কিছু ছবি প্রকাশ করে। ছবিতে দেখা গেছে, পোপ ফ্রান্সিসের দেহ একটি খোলা কফিনে রাখা, তিনি লাল পোপীয় পোশাকে, মাথায় প্যাপাল মিত্র এবং হাতে রোজারি ধরে আছেন।
দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন তার চিকিৎসা চলে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারী তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছেন।