ইউকে শনিবার, ৩ মে ২০২৫
হেডলাইন

‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ছয় দফা দাবি বাস্তবায়ন ও কুমিল্লার কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর ‘হামলার’ প্রতিবাদে সারাদেশে ‘রাইজ ইন রেড’ শিরোনামে মানববন্ধন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখর স্লোগানে প্রতিবাদ জানায়:

‘রক্তে আগুন লেগেছে’,

‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’,

‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’,

‘কুমিল্লায় হামলা কেন? জবাব চাই, জবাব চাই’,
‘প্রশাসন জবাব দাও’—এসব স্লোগানে তারা রাজপথ কাঁপিয়ে তোলে।

এর আগের দিন, শুক্রবার, শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে রাজধানীতে গণমিছিল করে। মিছিল শেষে এক ব্রিফিংয়ে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর পক্ষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, “সরকারের প্রতি আমাদের আহ্বান—দ্রুততম সময়ের মধ্যে আমাদের ছয় দফা দাবি মেনে নিন, তাহলে আমরা রাজপথ থেকে সরে যাব। তবে কুমিল্লায় আমাদের সহযোদ্ধাদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে, এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। আলোচনায় বসতে আমরা প্রস্তুত।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ