ইউকে শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
হেডলাইন

আসিয়ানে নিষিদ্ধ, তবুও আনোয়ারের সঙ্গে জান্তা নেতার বৈঠক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ (বৃহস্পতিবার) থাইল্যান্ডের ব্যাংককে মিয়ানমারের সেনা শাসক মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। তবে এ বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমারের সামরিকবিরোধী গোষ্ঠীগুলো।

আনোয়ার বর্তমানে আসিয়ানের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, ‘মানবিক দৃষ্টিকোণ’ থেকে এ আলোচনায় বসছেন। যদিও মিয়ানমারের জান্তা সরকারকে আসিয়ান বহু আগে থেকেই দূরে রেখেছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ। এরপর থেকেই দেশটি আসিয়ানের শান্তি পরিকল্পনা মানতে ব্যর্থ হওয়ায় সেনা নেতাদের নিষিদ্ধ করে আসিয়ান।

তবে গত ২৮ মার্চ দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ মারা যাওয়ার পর জান্তা প্রধান মিন অং হ্লাইং ব্যাংককে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এরপর আবারও তিনি আনোয়ারের সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এ বৈঠকে থাকবেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাও, যিনি আনোয়ারের একজন পরামর্শক হিসেবে কাজ করছেন।

তবে মিয়ানমারের বিরোধী সরকার ও কারেন ন্যাশনাল ইউনিয়নসহ একাধিক সংগঠন জানিয়েছে, এই বৈঠক মানবিক সাহায্যের ছলে জান্তা নেতাকে বৈধতা দেওয়ার চেষ্টা হতে পারে। তারা এটিকে ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে’ বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে ২ এপ্রিল ২০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আনোয়ার সেই যুদ্ধবিরতি আরও বাড়ানোর জন্যই এই বৈঠকে বসছেন বলে জানা গেছে।

তবে জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও সেনাবাহিনী এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ