ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারা

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জেলা ও বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন কর্মকর্তাদের যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে মাঠপর্যায়ে নির্বাচনকালীন সময়ে পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মামুন এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পাঠিয়েছেন। যার অনুলিপি নির্বাচন কমিশনকেও দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনকালীন সময় এ কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন অনুরোধ জানায়। সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই নির্দেশনার ফলে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সভা ও কার্যক্রমে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারাও সরাসরি যুক্ত থাকবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ