ইউকে শুক্রবার, ৯ মে ২০২৫
হেডলাইন

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতকৃত মঞ্চে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বৌদ্ধ মন্দিরসংলগ্ন ডিসি হিল এলাকায় ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’-এর আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন জানান, “সোমবার সকাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিলাম। কিন্তু সন্ধ্যার দিকে ৪০-৫০ জনের একটি দল এসে হঠাৎ হামলা চালায় মঞ্চে।”

চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, “ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। হামলার চেষ্টা করা হলেও আমরা তা প্রতিহত করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

তবে প্রত্যক্ষদর্শী এবং ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, মঞ্চের কাঠামো ভেঙে পড়েছে, চেয়ারগুলো উল্টে আছে, ছেঁড়া প্যান্ডেল ও ছিন্নভিন্ন ব্যানার ছড়িয়ে রয়েছে—যা হামলার পরিণামই স্পষ্ট করে তোলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ