
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ভারতের দুইটি রাজ্য এবং পার্শ্ববর্তী নেপালে ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতে মাত্র দুই দিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১১০ জন—এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, অঞ্চলজুড়ে আরও অকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে সংস্থাটি দেশের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ এবং মধ্য ও পূর্বাঞ্চলে বজ্রঝড়ের বিষয়ে আগাম সতর্কতা দিয়েছিল।
এই সতর্কতার পর বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিহারে বজ্রপাত ও বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় প্রাণ গেছে অন্তত ৬৪ জনের, বলে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। অন্যদিকে, উত্তরপ্রদেশে—যেটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য—বজ্রপাত ও ঝড়বৃষ্টিতে মারা গেছেন আরও ৩৮ জন, জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এদিকে নেপালেও একই সময়ে বজ্রপাত ও ভারি বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন, নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কর্তৃপক্ষ।
ভারতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, মধ্য ও পূর্বাঞ্চলে বজ্রঝড়, বজ্রপাত এবং প্রবল বাতাসসহ বৃষ্টিপাত শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, দক্ষিণ ভারতে বর্ষাকাল সাধারণত জুন মাস থেকে শুরু হলেও এবারের অকাল বৃষ্টিপাত কিছুটা ব্যতিক্রম। একদিকে এই সময়ে ভারতে দেখা যায় তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে এ বছর এপ্রিল মাসেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকার পূর্বাভাস দিয়েছে আইএমডি।
এই পরিস্থিতি শুধু বৈরী আবহাওয়ারই নয়, বরং জলবায়ু পরিবর্তনের গভীর প্রভাবকেও সামনে এনে দিয়েছে।