
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযোগ অনুযায়ী, এক বছরের সন্তানের খাবার খাওয়ানোর ঘটনায় গৃহকর্মী পিংকি আক্তারকে মারধর করা হয়েছে। পিংকি আক্তার গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পরপরই পরীমনি গতকাল রাত পৌনে দুইটার দিকে ফেসবুক লাইভে এসে এই অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য প্রকাশ করেন।
ফেসবুক লাইভের শুরুতে পরীমনি নিজের টিমের সদস্যদের নিয়ে বলেন, “আপনারা যদি আমার জীবনের গতিপথ দেখেন, তবে বুঝবেন আমি সবসময় আমার স্টাফদের সঙ্গে মিশে থাকি। মাদার্স ডে কিংবা ফাদার্স ডে, সব কিছুতে আমি তাদেরই নিয়ে থাকি। আমার গৃহকর্মী একজন, তবে সে এক মাসও হয়নি আসেন, এবং আমি বলব সে আসলে আমার গৃহকর্মী না।”
এ সময় পরীমনি আরও বলেন, “এই অভিযোগের বিরুদ্ধে আমি আইনি লড়াই করব, আমার কাছে সব প্রমাণ আছে, তবে আমি আইনকে সম্মান করি, তাই সেগুলো প্রকাশ করছি না।”
লাইভের অধিকাংশ সময়েই তিনি গণমাধ্যমের কভারেজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর যেভাবে সংবাদমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়েছে, তাতে তিনি নিজেকে মিডিয়া ট্রায়ালে শিকার হওয়া বলে অভিযোগ করেন। তার মতে, “আমরা কি একটু সময় নিয়ে বিষয়টি যাচাই করতে পারতাম না? যেভাবে মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়েছে, তাতে মনে হচ্ছে আমার বিরুদ্ধে আগে থেকেই দোষ প্রমাণিত হয়ে গেছে।” তিনি আরও বলেন, “যদি আমি অন্যায় করি, তবে অবশ্যই শাস্তি প্রাপ্য, কিন্তু প্রমাণিত হওয়ার আগেই কেন আমাকে দোষী হিসেবে চিহ্নিত করা হবে?”
এছাড়া পরীমনি জানান, গতকাল রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে পুলিশ তার বাসায় এসে জিজ্ঞাসাবাদ করেছে।
এমনকি লাইভের শেষ অংশে আবেগপ্রবণ হয়ে পরীমনি বলেন, “মিডিয়া ট্রায়াল বন্ধ হোক, জনগণ নিজেই একটা বড় মিডিয়া।”