ইউকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
হেডলাইন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে গাংনী শহরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানা যায়নি।

গাংনী থানা-পুলিশের তদন্ত অফিসার আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় আধা ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরিবারের লোকজন জানায়, এমএ খালেকের নাতির আকিকা উপলক্ষ্যে পারিবারিক অনুষ্ঠান চলছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ